অনলাইন ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব।
সাভারের তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের ৯৪ রানের কল্যাণে ৭ উইকেটে ২৪৬ রানের পুঁজি পায় আবাহনী। ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৬ বল মোকাবেলায় দুর্দান্ত ইনিংসটি সাজান আফিফ। এছাড়া ভারতের মনন শর্মা ২৭ বলে অপরাজিত ৩৭ ও অধিনায়ক মোহাম্মদ মিথুন ৩৪ রান করেন। প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি ৩৪ রানে ২ উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো না হলেও, তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীস ও মার্শাল আইয়ুব ৮৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন। দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি।
নাফীস ৭৮ বলে ৬৯ ও আইয়ুব ৯৪ বলে ৮৩ রানে ফিরে গেলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে প্রাইম দোলেশ্বর। কিন্তু শেষদিকে উইকেটরক্ষক জাকের আলীর ৩৭ রানে ১৭ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম দোলেশ্বর। ম্যাচের সেরা হয়েছেন আইয়ুব।
এই জয়ে ১১ খেলা শেষে ১৬ পয়েন্ট সংগ্রহে আছে প্রাইম দোলেশ্বরের। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট আবাহনীরও।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

