বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
এবার আর শুধু পৃথিবীই নয়, ঘুরে আসতে পারেন পৃথিবীর বাইরে থেকেও। সেই সুযোগই আপনাকে করে দিচ্ছে রাশিয়া। আর ঘুরে আসা মানে যে শুধু স্পেস স্টেশনের মধ্যে মহাকাশচারীদের মতো ভেসে ভেসে অভিজ্ঞতা সঞ্চয়, তা কিন্তু নয়। বিলাসবহুল হোটেলে রীতিমতো রাজকীয় পরিবেশে কয়টা দিন কাটিয়ে আসতে পারেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এ প্রকাশিত খবর অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে বিশ্বের প্রথম বিলাসবহুল হোটেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ নিয়ে পর্যালোচনা করতে বসেছে রাশিয়ান মহাকাশ সংস্থা ‘রসকসমস’। বিগত বেশ কিছু বছর ধরেই এ নিয়ে তোড়জোড় চলছে বলে জানা গিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে একটি ‘লাক্সারি অরবিটাল স্যুট’। সেখানে পোর্টহোল-সহ একাধিক প্রাইভেট কেবিন থাকবে। কেবিনে বসেই সেই পোর্টহোল দিয়ে পৃথিবী দেখা যাবে। আর এর ভিতরেই জিম থেকে শুরু করে আধুনিক লাউঞ্জ, ওয়াইফাই প্রযুক্তি, এমনকী মহাশূন্যে হেঁটে চলে বেড়ানোর ব্যবস্থাও থাকছে।
পর্যটকপিছু হোটেলে থাকার জন্য খসাতে হবে এক রাতে ৪০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ৩২৮ কোটি টাকা।
দৈনিক দেশজনতা/এন এইচ