২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

ইতালিতে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের বিজয় দিবস পালন

দৈনিক দেশজনতা ডেস্ক:

নবগঠিত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, পালেরমো ইতালি’ প্রবাসে জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত হওয়ার প্রত্যাশায় সান্তাকিয়ারা হলে সংগঠনটি  মহান বিজয় দিবস উদযাপন করেছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এবং যে জন্য আজকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে তা ব্যর্থ মন্তব্য করে বক্তারা তার কারণে বলেন, বিজয়ের এত বছর পরও দেশ আজ  গণতন্ত্রকে হাতছানি দিয়ে ডাকছে।

বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, পালেরমো-ইতালির নবনির্বাচিত সভাপতি আব্দুল মোমিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, গণতন্ত্রকে বিদায় জানিয়ে আওয়ামী সরকার দেশে একদলীয় শাসন প্রবর্তনের ব্যবস্থা পাকাপোক্ত করতে মড়িয়া হয়ে উঠেছে।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সানি ভূইয়া এবং প্রধান অতিথি মো. হাবিব উল্লা ও প্রধান বক্তা আজহারুল হক প্রত্যাশা করেন, নবগঠিত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, শুধুমাত্র পালেরমো বিএনপি-ই নয়, বরং ইতালির জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত হবে।

এছাড়াও বক্তব্য দেন- আনোয়ার হোসেন ভূইয়া, মাহবুব তালুকদার, আজাদ চৌধুরী ও ইকবাল হোসেনসহ পালেরমো বিএনপির এবং আঞ্চলিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী সরকার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে ছিনিয়ে আনতে হবে গণতন্ত্রের বিজয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ