নিজস্ব প্রতিবেদক:
আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার (২৪ ডিসেম্বর) পিএসসির নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ বহন নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কোনো পরীক্ষার্থীর কাছে এ সকল নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধি ভঙের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।’
এবার প্রিলিমিনারিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে। পরীক্ষার্থীরা যেন নিজেদের পছন্দমতো উত্তর করতে পারেন সেজন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হবে। ৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

