১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

ফের বিতর্কিত মন্তব্য করলেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক:

ইদানীং তিনি যেখানেই যান খবর কিছু না কিছু হয়েই থাকে। আর তা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তার বাক্যবাণের জন্য। যা তার মুখগহ্বর থেকে নির্গত হয়ে খবরের শিরোনামে উঠে আসে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ঋষি কাপুর মানেই বিস্ফোরক কোনও মন্তব্য। অবশ্য নেটদুনিয়ার বাসিন্দারাও ছেড়ে কথা বলেন না। তবে তাতে কিছু এসে যায় না কাপুর পরিবারের এই সদস্যের। বছরশেষেও সেই পালা অব্যাহত। এবার গান্ধী পরিবারের সঙ্গে কাপুর পরিবারের আভিজাত্যের তুলনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন বর্ষীয়ান অভিনেতা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

শনিবার তার এমন উপলব্ধি হয়েছিল। বলিউডে কাপুর পরিবারের আভিজাত্যের কথা তুলে ধরতে গিয়ে কাপুর পরিবারের চার সদস্য পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, রণধীর কাপুর, রণবীর কাপুরের সঙ্গে কংগ্রেসের চার সভাপতি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর তুলনা করে বসেন। এতেই আপত্তি তোলে নেটদুনিয়ার একাংশ। কেউ তাকে রাহুল গান্ধীর সঙ্গে রণবীরের তুলনা না করার পরামর্শ দেন, কেউ দুই পরিবারের খ্যাতির আকুলতা নিয়ে সমালোচনা করেন। অনেকে আবার নেপোটিজম(স্বজনপোষণ) নিয়েও প্রশ্ন তোলেন।

এমন অভিজ্ঞতা অবশ্য ঋষির নতুন নয়। কিছুদিন আগেই দিল্লিতে রাজ কাপুরকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঋষি। তিনি নাকি বলেন, ফ্রিতে মদ্যপান করতেই অনুষ্ঠানে গিয়েছেন সাংবাদিকরা। তার আগে আবার ইসলামাবাদের হাতে পাক অধিকৃত কাশ্মীর তুলে দেওয়ার আরজি জানিয়ে বিতর্ক বাড়ান অভিনেতা। আর এভাবে বিতর্কটাকে ক্রমাগত অভ্যাসে পরিনত করে ফেলছেন তিনি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ