১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত ২, আহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে চলমান বিক্ষোভে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আল জাজিরার সংবাদ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে শুক্রবার গাজায় ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের সাথে সংঘর্ষে পড়লে দুই বিক্ষোভকারী নিহত হন। এদিন পশ্চিম তীর ও গাজাতে আরও ৭০ ফিলিস্তিনি আহত হন।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ২৪ বছর বয়সী তরুণ যাকারিয়া আল-কাফারনেহ বিক্ষোভরত অবস্থায় সরাসরি গুলিতে নিহত হন। নিহত দ্বিতীয়জনের নাম জানা যায়নি। মান সংবাদ সংস্থা জানায়, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি, স্ট্যান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে। ট্রাম্পের ঘোষণার তৃতীয় শুক্রবারে বিক্ষোভের সময় ইসরাইলি সেনাদের সাথে এ সংঘর্ষ হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার পশ্চিম তীর ও গাজায় সংঘর্ষে আহত ১০৩ জন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনজুড়ে এখন পর্যন্ত বিক্ষোভে ইসরাইলি সেনারা ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করে। আহত হন কয়েক শতাধিক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ