১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

দ্বিতীয় বিয়ে করলেন রন্টি

বিনোদন ডেস্ক:

আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান-খ্যাত সংগীত তারকা রন্টি দাস। তার স্বামী ‘নোঙর’ ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদ রহমান। খবরটি নিশ্চিত করেছেন রন্টি নিজেই। তিনি  বলেন, ‘সাইদকে আমি অনেক বছর ধরে চিনতাম। আমার আগের সম্পর্কটি যখন ভেঙ্গে গেল তখন সে আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। তখন আমার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রাজি হই।’ তিনি আরো বলেন, ‘রাজধানীর একটি রেস্টুরেন্টে ৭ ডিসেম্বর অনাড়ম্বরভাবে বিয়ে করি আমরা। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।’

রন্টি জানালেন, আপাতত স্বামী-স্ত্রী দুজন মিলে বেশ কিছু শো করবেন। এরপর আগামী বছরের শুরুতে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করবেন। ২০১১ সালে রন্টি প্রথম বিয়ে করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ