১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

দ্বিতীয় সপ্তাহেও ৫৫ প্রেক্ষাগৃহে ‘অন্তর জ্বালা’

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমাটি গত সপ্তাহে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আলোচিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জায়েদ খান-পরীমনি ও জয় চৌধুরী-মৌমিতা। সিনেমাটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান, পরীমিনি, জয় চৌধুরী, বড়দা মিঠুসহ অনেকেই। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ৫৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে বলে জানান এর প্রযোজক ও নায়ক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘‘প্রথম সপ্তাহে রেকর্ড সংখ্যক হলে ‘অন্তর জ্বালা’ সিনেমা মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহেও ৫৫টি হলে ‘অন্তর জ্বালা’ সিনেমাটি প্রদর্শিত হবে। এটা আমাদের সিনেমার জন্য ইতিবাচক দিক। সিনেমাটি এখনো দর্শক দেখছেন। আমি পিরোজপুর আসছি। সপ্তাহের শেষে এসেও এখানকার হল হাউজফুল যাচ্ছে। আশা করছি, দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ভালোভাবে চলবে।’

জেড কে মুভিজ প্রযোজিত ‘অন্তর জ্বালা’ সিনেমার প্রচারণায় পিরোজপুর গিয়েছেন সিনেমাটির নায়ক জায়েদ খান ও নায়িকা পরীমনি। ‘আমি জেল থেকে বলছি’, ‘হীরা চুনি পান্না’, ‘লাল বাদশা’, ‘রাজা’, ‘মৃত্যুর মুখে’, ‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরীব’, ‘গোলমাল’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ