আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি সিরিল রামাপোসা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে তিনি জয়ী হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি। রবিবার নতুন সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোট গ্রহণ শেষে সোমবার ফলাফল ঘোষণা করা হয়। রামাপোসা এএনসির নতুন প্রধান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হবেন। ভোটে তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, প্রেসিডেন্ট জুমার সাবেক স্ত্রী কোসাজানা দলামিনি-জুমাকে পরাজিত করেন।
এএনসির নেতা ৬৫ বছর বয়সী রামাপোসা একজন শ্রমিক নেতা, যিনি পরবর্তীকালে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম ধনী ব্যক্তি। ২০১৯ সালে আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারণা বিশ্লেষকদের। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে এএনসির মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল। এতে সভাপতি নির্বাচনের আগেই দলটি ভেঙে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। ফলাফল ঘোষণায় এএনসির এক মুখপাত্র জানিয়েছে, ভোটে রামাপোসা ২ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী দলামিনি-জুমা ২ হাজার ২৬১ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পর এএনসির প্রতিনিধিরা জোহান্সেবার্গের দলীয় কার্যালয়ের সামনে এবং শহরটির রাস্তাগুলোতে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করে।
দলামিনি-জুমার শিবির ভোট পুনঃগণনার দাবি তোলায় ফলাফল ঘোষণায় দেরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। এক সময় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন এ দলটি এখন বিভিন্ন উপদলের মধ্যে গভীরভাবে বিভক্ত হয়ে গেছে।
দৈনিকদেশজনতা/ আই সি