নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী জেলায় ২ লাখ ৯৭ হাজার ৫৬৬ জন শিশুকে এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৯ হাজার ২৬০ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩০৬ জন। ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভায় মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার চিকিৎসক মনিরুজ্জামান মনি। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ এবং ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন ইউনিসেফ’র জেলা পুষ্টি সহায়ক কর্মকর্তা সানিয়া ইসলাম খন্দকার। এ সময় সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদ আলম উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় জানানো হয়, জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভা মিলে ১৬৬০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে নির্ধারিত শিশুদের। ৩২২০ জন স্বেচ্ছাসেবক এবং ১৮৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন সারাদিনে।
সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ জানান, ৬ মাসের নিচে এবং ৫৯ মাসের বেশি বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না ক্যাম্পেইনে। ১০২১ জন প্রতিবন্ধি শিশু ক্যাম্পেইনের আওতায় রয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩১৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৭০৫ জন।
দৈনিকদেশজনতা/ আই সি