১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৯

এ্যানীর বাসায় ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি বাসায় ছিলেন না এবং কেউ আহত হননি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার রাত ১০টার দিকে তাৎক্ষণিক মিছিল করা হয়। মিছিলটি এ্যানীর বাসার সামনে থেকে শুরু হয়ে চকবাজার ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, হঠাৎ করে ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী এসে এ হামলা করে। তারা বাসায় ইট-পাটকেল ছোঁড়ে। এছাড়া আশপাশে ঝুলানো ব্যানার-পেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। এতে যুবদল-ছাত্রদল নেতাকর্মী ও বাসার ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে মিছিলে অংশ নেন- সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন শিমুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
হামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলার রাজনীতি করে না। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি দেয়া হয়েছে বলে শুনেছি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ