১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

ভুটানকে হারিয়ে প্রায় নিশ্চিত বাংলাদেশের ফাইনাল-যাত্রা

স্পোর্টস ডেস্ক:

দেশের মাটিতে বড় আয়োজনে দারুণ পারফর্মই করছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা অনেকটাই নিশ্চিত করে রাখলো ভুটানকে হারিয়ে। সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লাল সবুজের দল জিতেছে ৩-০ গোলে। বেলা আড়াইটায় দিনের শেষ ম্যাচে ভারত নেপালকে হারালেই বা ম্যাচটি ড্র হলেও এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ উঠে যাবে টুর্নামেন্টের ফাইনালে।

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে বিদ্ধস্ত করেছিল মারিয়া মান্ডার দল। এদিনও পুরো ম্যাচেই আক্রমনাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। বা প্রান্তে মার্জিয়ার নেয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন আঁখি খাতুন। গোল পাওয়ার পর আক্রমন অব্যাহত রাখে বাংলাদেশ। কিন্তু রক্ষণাত্মক ফুটবল খেলে তাদের আর গোল পেতে দেয়নি ভুটান। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৫ মিনিটে মধ্যে ম্যাচের দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। প্রথমটির মতই বাম প্রান্ত থেকে মার্জিয়ার নেয়া কর্নারে আবার গোল করেন আঁখি। ম্যাচের ৭৯ মিনিটে ভুটানের জালে শেষ গোলটি জড়ান বদলি হিসেবে নামা সাজেদা খাতুন। একক প্রচেষ্টায় এই গোলটি করেন তিনি।

এই হারের পর ভুটানের ফাইনালে খেলার কোন আশাই অবশিষ্ট রইলো না। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চার দলের আসরটিতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্ব শেষে সেরা দুটি দল খেলবে ফাইনালে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ