আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে হাইস্পিড একটি রেলপথ উদ্বোধন উপলক্ষে ছেড়ে যাওয়া ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে শতাধিক। সোমবার স্থানীয় সময় ওয়াশিংটনের ডুপন্ট শহরের কাছে সিয়াটল-পোর্টল্যান্ড রেলপথের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
ট্রেনটির বগিগুলো ব্রিজ থেকে পড়ে গেলে নিচে থাকা কার এবং অন্যান্য পরিবহনের চালক ও যাত্রীরাও আহত হন। ট্রেনটিতে ৭৮ যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। তাদের সবাই হতাহতের মধ্যে রয়েছেন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, সিয়াটল থেকে পোর্টল্যান্ড পর্যন্ত রেলপথটি দ্রুতগামী রেল চলাচলের জন্য সম্প্রতি নির্মাণ করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির যাত্রার মধ্য দিয়েই রেলপথটি উদ্বোধন হয়।
এদিকে দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়েছেন। এখনও পর্যন্ত সোমবারের দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি বলে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা বিভাগের (এনটিএসবি) পক্ষ থেকে জানানো হয়েছে। এনটিএসবি জানায়, রেলপথটি উদ্বোধনের আগে ভালোভাবে পরীক্ষা করা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ