১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩

বি.বাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম তানিয়া বেগম। তিনি উপজেলার পৌর এলাকায় দূর্গাপুর গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানিয়ার স্বামী সুমন কয়েক মাস আগে প্রবাসে চলে যায়। সোমবার রাতের খাবারের পর নিজের ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় শ্বশুর বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ