১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২০

ব্রাজিল ফুটবলের প্রধান ৯০ দিন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান ফুটবল প্রধান মার্কো পোলো ডেল নেরোকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করলো ফিফা। এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, তার অনৈতিক কর্মকাণ্ডের সম্ভাব্য তদন্ত চালানোর জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। নেরো ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০১৫ সালে ফিফার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত ৪২ জনের মধ্যে তার নামও ছিল। ব্রাজিল তার নাগরিকদের ভিনদেশে বিচার করতে দেয় না এবং ডেল নেরো দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পদে বহাল থাকেন। তবে শুক্রবার ফিফার দেয়া নিষেধাজ্ঞার কারণে তাকে সরতেই হচ্ছে। এ সময় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি অ্যান্তনিও কার্লোস নানেস ডি লিমা। ডের নেরো বরাবরই কোন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ