১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৪

রোনালদোর গোলে ক্লাব বিশ্বকাপও জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার জোরালো শটে শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। চলতি বছর এটি রিয়ালের পঞ্চম শিরোপা জয়। জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার গৌরব অর্জন করবে গ্রেমিও, এমন পরিসংখ্যান নিয়ে রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্বক্লাব কাপ ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে গ্রেমিও।

খেলার প্রথমার্ধে কোনো দলই কাঙ্খিত গোলে দেখা পায়নি। তবে বেশির ভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডি বক্সের মাঝ বরাবর থেকে গ্রেমিও’র খেলোয়াড়দের তৈরি মানবপ্রাচীরকে বোকা বানিয়ে দূরপাল্লার জোরালো শর্টে গ্রেমিও’র জালে বল পাঠান রোনালদো। এরপর আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিলের ক্লাবটি। এই জয়ের মাধ্যমে ক্লাব বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ও চলতি বছরের পঞ্চম শিরোপা জয়ের সাদ পেলো রিয়াল মাদ্রিদ। আর ক্লাব বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে সমান সংখ্যক দুইবার চ্যাম্পিয়ন হাওয়া রেকর্ডে ভাগ বসালো জিনেদিন জিদানের দল। সম্প্রতি ফিফার ব্যালন ডি’অর প্রাপ্ত ক্রিস্টিয়ানো রোনলাদো পরপর দুবার দলের পক্ষে ক্লাব বিশ্বকাপে গোল করে জেতানো একমাত্র খেলোয়ার হিসেবে ক্লাব বিশ্বকাপের নতুন রেকর্ড সৃষ্টি করলেন এদিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ