১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নোটিশ দিয়ে প্রতিমন্ত্রী রাঙ্গাকে সতর্ক

রংপুর প্রতিনিধি:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর অভিযোগের ভিত্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাকে নোটিশ দিয়ে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার রাতেই প্রতিমন্ত্রীকে সতর্ক করে ওই নোটিশ পাঠানো হয়। তিনি যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

জাতীয় পার্টির পক্ষে প্রতিমন্ত্রীকে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রীকে পার্টির নির্বাচনী সমন্বয়ক করা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি অবগত নন। অবশ্য শনিবারও প্রতিমন্ত্রী রাঙ্গা রংপুর সদরেই অবস্থান করছিলেন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, ‘আমি নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি লঙ্ঘন করছি না। আচরণবিধি মেনেই আমি আমার অফিসিয়াল কাজ করছি। যারা এসব কথা বলছেন, তারাই আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন।’

রংপুর সদরে জাতীয় পার্টির এই প্রতিমন্ত্রীর কয়েকদিন ধরে অবস্থানের কারণে সরকারদলীয় প্রার্থী ঝন্টুর পক্ষ থেকে নির্বাচন কমিশনে মৌখিকভাবে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর জাহাজ কোম্পানি মোড় অবরোধ করে প্রতিমন্ত্রী রাঙ্গাকে শহর ত্যাগের জন্য দুই ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘প্রতিমন্ত্রী রংপুর সদরে থেকে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন। সেটা কেন রিটার্নিং কর্মকর্তা আমলে নিচ্ছেন না আমরা তা বুঝতে পারছি না।’ তিনি বলেন, একজন মন্ত্রী হয়ে নির্বাচনের কোন বিধিতে তিনি এলাকায় থেকে যাবেন সেটা নির্বাচনের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা দেখেও দেখছেন না।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ