বিনোদন ডেস্ক:
আগামী বড়দিনেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। কিন্তু অনেক আগে থেকেই ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই তালিকায় এবার নাম লেখালো NASA-ও।
মহাকাশে NASA-র বিজ্ঞানীদের জন্য ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’ ছবিটি দেখানোর ব্যবস্থা করা হবে। এমনটি জানিয়েছেন NASA-র এক পাবলিক অফিসার। সম্প্রতি তিনি বলেছেন, ‘মহাকাশে আমাদের সহকর্মীদের জন্য ‘স্টার ওয়ার্স’ দেখানোর বিশেষ ব্যবস্থা করা হবে।’
তবে কীভাবে এটি দেখানো হবে তা এখনও স্পষ্ট নয়। সাধারণত DVD হিসেবেই ছবি পাঠানো হয় ISS বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তবে এক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি নেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, SpaceX ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে ডিজিটাল ফাইল পাঠাতে পারে NASA। প্রসঙ্গত, আন্তর্জাতিক স্পেস স্টেশনে(ISS) NASA-র কমপক্ষে ৫০০টি ডিজিটাল ছবির কালেকশন রয়েছে। অর্থাৎ, মহাকাশে থাকলেও সিনেমার মাধ্যমে বিনোদন থেকে বঞ্চিত নন বিজ্ঞানীরা।
দৈনিক দেশজনতা/এন এইচ