১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে

স্পোর্টস ডেস্ক:

সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনও ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ফ্রেব্রুয়ারিতে সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। তারপর সেখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটে। সব ম্যাচই সফলভাবে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে দর্শকদেরও ছিল উপচে পড়া ভিড়। উইকেটও ভালো। সবমিলিয়ে ভেন্যু হিসাবে সিলেট প্রশংসা কুড়িয়েছে।

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ