উৎপাদন সক্ষমতা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এ প্রকল্পের জন্য সব মিলিয়ে কোম্পানিটির ব্যয় হবে প্রায় ১৬৩ কোটি টাকা। ২০১৮ সালের ডিসেম্বরে এ প্রকল্প শেষ হবে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি ৮ টাকা ৩৬ পয়সা লোকসান দেখিয়েছে এপেক্স ফুটওয়্যার। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১২ টাকা ৩১ পয়সা লোকসান করেছিল কোম্পানিটি।
জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ৬ মাসে হিসাব বছর গণনা করেছে এপেক্স ফুটওয়্যার। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৫ সালে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৬৫ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৬-মার্চ, ২০১৭) চামড়া খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮ টাকা ৯০ পয়সা। তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি ৪ টাকা ৮ পয়সা লোকসান দেখিয়েছে এপেক্স ফুটওয়্যার, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৮৫ পয়সা। ৩১ মার্চ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২৯ টাকা ৫৮ পয়সা।
ডিএসইতে সর্বশেষ ৩৩১ টাকা ৪০ পয়সায় এপেক্স ফুটওয়্যারের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৯৬ টাকা ও সর্বোচ্চ ৪০৮ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ অনুমোদিত নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৭১ দশমিক শূন্য ৮, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১২ দশমিক ৪৬।