১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

আবারো ফেরদৌস-মিম

বিনোদন ডেস্ক:

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আমার আছে জল’-এ ফেরদৌস আহমেদের সঙ্গ পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম। তবে তারা পরস্পরের বিপরীতে অভিনয় করেননি জনপ্রিয় সিনেমাটিতে। চলতি বছরের শুরুর দিকে বিজ্ঞাপনে দেখা দিয়েছিলেন জুটি হয়ে। আবারো তেমনটি হতে যাচ্ছে। আগেরবারের মতো সম্প্রতি জেমস ডেভেলপমেন্ট শীর্ষক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস ও মিম। শিগগিরই বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে জানালেন ‘পদ্ম পাতার জল’ নায়িকা।

এদিকে বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস ও মিম। তাদের সর্বশেষ দেখা গিয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা ‘ইয়েতি অভিযান’-এ। মুক্তির মিছিলে রয়েছে ফেরদৌসের ‘মেঘকন্যা’ ও ‘লিডার’। ‘পবিত্র ভালোবাসা’, ব্রিটিশ ছবি ‘ইন পারসু অব লাভ’ ছাড়াও কিছু ছবি রয়েছে এ নায়কের হাতে।

অন্যদিক মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত ‘পাষাণ’ ও ‘দাগ’। শাকিব খানের বিপরীতে অভিনীত ‘আমি নেতা হবো’র গানের দৃশ্যায়ন বাকি আছে। এছাড়া একই নায়কের বিপরীতে দেখা যাবে ‘মামলা হামলা ঝামেলা’ সিনেমায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ