১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনে প্রচণ্ড তুষারপাতের মধ্যে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে গুম, খুন, নির্যাতন, নীপিড়নের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠন। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রোববার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ১০ নং ডাউনিং স্ট্রিটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থতি নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনসহ বাংলাদেশের সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন পুরো সময়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির, ব্যারিস্টার এমএ সালাম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, তাজ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন, সহ-সভাপতি ডালিয়া লাকুরিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলুসহ যুক্তরাজ্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অসংখ্য নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে অনতিবিলম্বে গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা বন্ধের জোর দাবি জানান। সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করেন বিএনপি নেতারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ