২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

তৌকীর পরিচালিত হালদা’র প্রশংসায় গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক:

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। তাদের মাঝে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।

নামি অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত সম্প্রতি ‘হালদা’ দেখেছেন। প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

রাকায়েত ফেসবুকে লেখেন, ‘তৌকীর আহমেদের ঝুড়িতে আরেকটি ভালো ছবি যুক্ত হলো। বাংলা চলচ্চিত্রের জাগরণের যে হাওয়া বইছে হালদা আমাদের এগিয়ে চলাকে আরো জোরোলো করল… সাধু! সাধু! আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো একটি ভালো ছবি উপহার দেয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘যারা দেখেননি শীঘ্রই দেখে ফেলুন। বড়পর্দায় কাহিনীচিত্র উপভোগ করার মজাই আলাদা। জয় হোক আমাদের চলচ্চিত্রের।  হালদা’র প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, মোমেনা চৌধুরী ও শাহেদ আলী সুজন।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি। এতে নদী ও নারীর গল্প তুলে ধরা হয়েছে।

আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। পরিবেশক সংস্থা দি অভি কথাচিত্র জানায়, সিনেমাটি ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিদেশের ২০টি শহরে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ