২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২১

যুক্তফ্রণ্ট গণতন্ত্রের সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক:

বিকল্পধারাসহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত নতুন জোট যুক্তফ্রন্টকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন। এসময় দিনটি উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানায়।

ওবায়দুল কাদের বলেন, “নতুন এই জোটকে স্বাগত জানাই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনকে সামনে রেখে অনেক জোট হবে, নানা মেরুকরণ হবে, এটা খুবই স্বাভাবিক।” এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

উল্লেখ্য, বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে প্রধান করে সোমবার রাতে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে ‘যুক্তফ্রন্ট’ নামে এই জোট গঠন করা হয়। প্রাথমিকভাবে যুক্তফ্রন্টে চারটি দল রয়েছে বলে জানিয়েছেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১:১২ অপরাহ্ণ