আন্তর্জাতিক ডেস্ক:
শারীরিক অঙ্গ পাচারের দায়ে সোমবার এক চিকিৎসক ও এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে কোস্টারিকার একটি আদালত। খবর এএফপির। অর্থের বিনিময়ে গরিব লোকজনকে রাজি করিয়ে তাদের কিডনি বিদেশি নাগরিকদের শরীরে প্রতিস্থাপন করানোর কাজে জড়িত থাকায় তাদের এ সাজা দেয়া হয়। অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করায় দোষী সাব্যস্ত কোস্টারিকার চিকিৎসক ফ্রান্সিসকো মোরা প্যালমাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজধানী সান জোসেতে তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এ সাজা দেয়। কিডনি প্রদানের যাবতীয় ব্যবস্থা করে দেয়ার দায়ে আদালত গ্রিসের ব্যবসায়ী ডিমোস্টেনেস কাটসিগিয়ানিসকে আট বছরের কারাদণ্ড দিয়েছে।
প্রতিস্থাপনের জন্য কিডনি দাতাকে তাদের প্রতিটি কিডনির বিনিময়ে তিন হাজার ডলার থেকে ছয় হাজার ডলার দেয়া হতো। এ মামলায় অপর তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। সূত্র: বাসস
দৈনিক দেশজনতা/এন এইচ