১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

ত্রিকোণ প্রেমের গল্প

বিনোদন ডেস্ক:

বৃহস্পতিবার শহরের একটি মলে হয়ে গেল ‘আমি যে কে তোমার’ ছবিটির প্রিমিয়ার৷ রবি কিনাগী পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন অঙ্কুশ, নুসরাত, সায়ন্তিকা। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির প্রায় গোটা টিম। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই রবি কিনাগীর এই ছবিটি।এই ছবিতে অঙ্কুশকে দেখা যাবে আদিত্যর ভূমিকায়। আর আদিত্যর বেস্ট ফ্রেন্ড প্রাচীর ভূমিকায় রয়েছেন সায়ন্তিকা৷ তারা একসঙ্গে ব্যবসা শুরু করে। গল্প এই ভাবেই এগোচ্ছিল৷ কিন্তু গল্পে ট্যুইস্ট আনতে আসে আরেক চরিত্র৷ ইসা৷ আর এই ভূমিকাতেই দর্শকেরা দেখা পাবেন নুসরাতকে৷ আদিত্যর গাড়ি হঠাৎই একদিন ধাক্কা মারে ইশার সাইকেলে। আর এর পরই শুরু হয় আদিত্য-ইসার ভালোবাসা। এদিকে প্রাচীও ভালোবাসে আদিত্যকে৷ শুরু হয় এক ত্রিকোণ প্রেম৷তবে শেষে আদিত্য কার হলো তা রবি কিনাগীর কাছে জানতে চাইলে তিনি বলেন, উত্তর পেতে হলে যেতে হবে সিনেমা হলে৷ তবে একটা কথা পরিষ্কার জানান তিনি, এই ছবি কোনওভাবেই বোর করবে না দর্শকদের৷ এ ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গান গেয়েছেন আরমান মালিক। আর গানের কথা প্রসেনের।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ