১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

আ’লীগ সভাপতি-সম্পাদকসহ ৫০জনের মামলা

দেশজনতা ডেস্ক :

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর ট্রেনে সৈয়দপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক চোরাচালানি ও তাদের কাছ থেকে জব্দ করা ভারতীয় কাপড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার ছিনতাইয়ের ঘটনায় ওই রাতেই এটিএসআই হাফিজুর রহমান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। (মামলা নং-০১)মামলায় সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জোবায়দুল হক শাহিন ও ছাত্রলীগের সভাপতির টিুটর নাম রয়েছে। তবে জোবায়দুর রহমান শাহীন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশের এজাহারে তার নাম ও পদবী ভুল আছে বলে জানান জোবায়দুর রহমান শাহীন।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, স্থানীয় নেতাকর্মীরা সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমানকে ভয় দেখিয়ে কর্মরত পুলিশ সদস্যকে মারপিট করে আটক চোরাকারবারি মোহাম্মদ আলী হিরা ও মোছাম্মদ ফুলমনিকে ছিনিয়ে নেয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা ১০৪ পিস বিভিন্ন বয়সের তৈরি কাপড় নিয়ে যায়। এ সময় আহত হয় নারী পুলিশ সদস্য রোজিনা, নিহার, লাভলী এবং পুলিশ সদস্য এমদাদুল ও দুরুল হুদা। তাদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।পুলিশের অভিযোগ সঠিক নয় মন্তব্য করে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন বলেন, আমরা সে রকম কোন ঘটনা ঘটায়নি। স্থানীয় দু’জনকে আটকের খবরে আমরা সেখানে (থানায়) গিয়েছিলাম কিন্তু শুনছি আমাদের নামে মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ