বিনোদন ডেস্ক:
আবারো উপস্থাপনায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উৎসবে তাকে দেখা যাবে মাইক্রোফোন হাতে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে ১-৩ ডিসেম্বর তিনদিনব্যাপী বিভিন্ন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমায় আসার পর উপস্থাপনা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। অনেক প্রস্তাব পেয়েও করিনি। দুই বছর পর কোনো পাবলিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। বুধবার বিষয়টি চূড়ান্ত করলাম।’
তিনি আরো বলেন, ‘উপস্থাপনা আমার খুব পছন্দের জায়গা। এটি সবসময় উপভোগ করি। বহু বছর উপস্থাপনা করেছি। বিরতির পর মাইক হাতে মঞ্চে ফেরার সুযোগ পেয়েছি। এজন্য আমি খুবই আনন্দিত।’ রাঙ্গামাটি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যোগ দেওয়ার কথা রয়েছে।
গান পরিবেশন করবেন কনকচাঁপা, মমতাজ, ফিডব্যাক ও মং। স্থানীয় শিল্পীরাও নাচ ও গানে অংশ নেবেন। দেশ টিভি সরাসরি পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে। ফারিয়ার পাশাপাশি উপস্থাপনায় আরো থাকবেন তানিয়া হোসেন। পাহাড়ে দুই দশকের বেশি সময় ধরে চলা সংঘাত নিরসনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে আসে, বন্ধ হয় সশস্ত্র সংঘাত। চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী ইউনেস্কো শান্তি পুরস্কার পান। পাহাড়ে শান্তি স্থাপনে চুক্তি সরকারের একটি বড় অর্জন; তাই স্বাক্ষরের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উদযাপনে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
দৈনকদেশজনতা/ আই সি