নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) দেশের ১০০টি প্রেক্ষাগৃহে ‘হালদা’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হালদা ৮৯টি সিনেমা হলে রিলিজ হচ্ছে বলে জানা গেছে। তথাকথিত বাণিজ্যিক ধারার বাহিরে কোন ছবির এই সংখ্যক হল পাওয়ার নজির নেই। এই চিত্র অনেকটাই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রবাহের দৃশ্য দেখায়।
তৌকির আহমেদ বলেন, ‘যদি সিনেমা দেখে ভালো লাগে অন্তত একজনকে বলুন সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য। আমরা হালদা সিনেমা নির্মাণ করেছি বাংলাদেশের মানুষের জন্য, এ ছবির গল্প বাংলাদেশের নদী ও নারীর গল্প। আশা করি দর্শকের ভালো লাগবে।’
হালদা নির্মাণের আগে তৌকির আহমেদ আরো চারটি সিনেমা বানিয়েছেন। সেগুলো হল- জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প (২০০৬) দারুচিনি দ্বীপ (২০০৭) ও অজ্ঞাতনামা (২০১৬)।
তৌকির তার সিনেমায় সবসময় মা, মাটি ও মানুষ এর গল্প বলে এসেছেন। সবগুলো সিনেমাই দর্শক ও সমালোচক প্রশংসিত। কিন্তু যথাযথ প্রচারের অভাবে চলচ্চিত্রগুলো সেভাবে সিনেমা হলে ব্যবসা করতে পারে নি। তবে এই বিষয়টি মাথায় রেখে এবার ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তৌকির।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

