২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৯

নজীরবিহীন প্রতিবাদের পথে বলিউড

বিনোদন ডেস্ক: গোটা ভারতজুড়ে বিক্ষোভের মাঝে ‘পদ্মাবতী’ কিন্তু একা নয়। তার পাশে দাড়াচ্ছে তামাম বলিউড। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী” ছবিকে ঘিরে যা যা ঘটছে তার বিরুদ্ধে এবার প্রতিবাদে শামিল হচ্ছে বিশ্বের অন্যতম বড় এ ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই লক্ষ্যে আজ রবিবার ‘পদ্মাবতী’ ছবির সমর্থনে ১৫ মিনিট ব্ল্যাকআউট করছে ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি ডিরেকশনস অ্যাসোসিয়েশন(আইএফটিডিএ)। এছাড়াও বলিউডের আরো ২০টি সংগঠন একজোটে ব্ল্যাকআউটের পথে হাঁটার পরিকল্পনা করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘সৃষ্টিশীল মানুষদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করতেই এই প্রতিবাদ।’ ‘আইএফটিডিএ’র তরফ থেকে অশোক পন্ডিত জানিয়েছেন, ‘একজন সৃষ্টিশীল মানুষের কোনো একটি গল্পকে নিজের মতো করে বলার অধিকার রয়েছে। সেই নূন্যতম অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেই কারণেই আমরা ‘পদ্মাবতী’র পাশে দাঁড়াচ্ছি।’ তিনি আরো বলেন, ‘সঞ্জয় লীলা বানসালি একজন দায়িত্বশীল ব্যক্তি। দেশের কিছু অপ্রাতিষ্ঠানিক মাথা দিনের পর দিন যেভাবে পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের হুমকি দিয়ে যাচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাই সমবেদনা জানাতে আজ রবিবার ১৫ মিনিট ব্ল্যাকআউট করব। ওই ১৫ মিনিট মুম্বাইয়ের সব আলো, ক্যামেরা, শুটিং বন্ধ থাকবে। একটা শুটিংও হবে না।’

বানসালির ‘পদ্মাবতী’ছবিকে ঘিরে শুরু থেকেই চলছে তুমুল বিতর্ক। পরিচালক নাকি ছবির কাহিনিকে অনেক বেশি কল্পনামিশ্রিত করে ফেলেছেন। ছবিতে রানী পদ্মাবতীকেও বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে বলে নানা পক্ষের অভিযোগ। যার কারণে, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও হাজারো বিতর্ক, অভিযোগ ও প্রতিবাদের জেরে অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে ছবির মুক্তির দিন। কবে মুক্তি মিলবে এমন প্রশ্নের উত্তর জানা নেই কারোই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ