আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশি মিডিয়া বিরোধী একটি বিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া বিলটিতে গতকাল শনিবার স্বাক্ষর করেন পুতিন। এর মাধ্যমে বিদেশি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাশিয়া। এমনকি তাদের অর্থের হিসাবও নিতে পারবে। এছাড়া রাশিয়া বিরোধী কোনো সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেয়া যাবে বলেও বলা হয়েছে তাতে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পর এই পদক্ষেপ নেয়া হলো বলে মনে করা হচ্ছে। রয়টার্স।
দৈনিকদেশজনতা/ আই সি