১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

শুক্রবারের বিশেষ নাটক ‘ভয়’

বিনোদন প্রতিবেদক

এটিএন বাংলায় প্রচার হবে শুক্রবারের বিশেষ নাটক ‘ভয়’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পাভেল ইসলাম ও লাক্সতারকা নাজিয়া হক অর্ষা।

নাটকটি আগামীকাল ১৯ মে, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বলে জানান নির্মাতা রাহাত মাহমুদ। এখানে অর্ষা-পাভেল ছাড়া আরও অভিনয় করেছেন তালহা খান ও একটি বিশেষ চরিত্রে ইরফান সাজ্জাদ।

নাটকের গল্পে দেখা যাবে- আরিয়ান তার স্ত্রী শায়নাকে নিয়ে অফিসের কাজে ঢাকার বাইরে যায়। রাস্তায় হঠাৎ গাড়ির ব্রেক নষ্ট হয়ে এক পথচারীকে মারাত্মকভাবে আহত করে আরিয়ান। ঝামেলা এড়াতে, ভয় পেয়ে সে সটকে পরে ঘনটাস্থল থেকে।

কিন্তু ফিরে আসার পর থেকে এক আগন্তুক বারবার তার সামনে আসতে থাকে বিভিন্ন চরিত্রে। প্রচন্ড ভয় পেয়ে যায় আরিয়ান। কী করবে বুঝে পায় না। উপায়ন্তর না দেখে সে সব ঘটনা খুলে বলে শায়নাকে। এ কী তাহলে সেই আগন্তুক, যাকে রাস্তায় আহত অবস্থায় ফেলে এসেছিলো ওরা! সেই রহস্য উদঘাটনেই এগিয়ে চলে ‌‘ভয়’ নাটকের গল্প।

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ