১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৬

ঢাকায় আসছেন দেব ৫ ডিসেম্বর

বিনোদন ডেস্ক:

কলকাতার সুপারস্টার দেব অভিনীত সর্বশেষ সিনেমা ‘ককপিট’ ৮ ডিসেম্বর মুক্তি পাবে বাংলাদেশে। ছবিটির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর ঢাকা আসছেন তিনি।

সাফটা বিনিময় চুক্তির আওতায় ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে একই প্রতিষ্ঠানের সিনেমা ‘ধ্যাততেরিকি’। জাজের কর্ণধার আবদুল আজিজ ফেসবুক ভিডিওতে এ ঘোষণা দেন।

তিনি জানান, ফেসবুকে অনেক দর্শক জানতে চেয়েছেন ‘ককপিট’ কেন বাংলাদেশে রিলিজ হচ্ছে না। ওই ভিডিওতে আরো উপস্থিত ছিলেন দেব। তিনি জানান, আগের সিনেমা ‘চ্যাম্প’ বাংলাদেশে রিলিজ হওয়ার কথা থাকলেও হয়নি। এবার রিলিজ হবে ‘ককপিট’। সবাব আশীর্বাদ চান তিনি।

পূজা উপলক্ষে ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ককপিট’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। তার সঙ্গে আরো আছেন কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, বাংলাদেশের নাদের চৌধুরী ও রোশান। বিশেষ চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে ‘বুনোহাঁস’ ছবির শুটিং ও রাজনৈতিক সফরে একাধিকবার ঢাকায় এসেছিলেন দেব। তবে ছবি মুক্তি উপলক্ষে এবারই প্রথম ঢাকায় আসছেন।

এদিকে সপ্তাহখানেক আগে বাংলাদেশে মুক্তি পাওয়া ভারতীয় ছবি ‘বলো দুগ্গা মাঈকী’র ভরাডুবি হয়েছে বক্স অফিসে। ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’। এ সিনেমায় আছেন বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। দুটি ছবির পরিবেশকই জাজ মাল্টিমিডিয়া।

 

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ