২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৪

অধিনায়ক মাশরাফিকে কৃতিত্ব দিলেন গেইল

স্পোর্টস ডেস্ক:

জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় রংপুর।

এ ম্যাচে জয়ে বড় অবদান ছিল ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের। ব্যাট হাতে খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। তবে জয়ের জন্য দলের অধিনায়ক মাশরাফিকেও কৃতিত্ব দিলেন এই ওপেনার। ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করতে এসে গেইল বলেন, ‘দুই দলেই বড় কিছু নাম আছে। তাই ভালো খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। তবে জয়ের জন্য আমাদের অধিনায়ককে কৃতিত্ব অবশ্যই দিতে হবে, তার নেতৃত্বগুণ অনন্য। বোলারদের সে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে।’

নিজের ইনিংস নিয়ে গেইল আরও বলেন, ‘বড় ম্যাচে ম্যাচে রান পাওয়াতে ভালো লাগছে। এমন উইকেটে রান পাওয়াটা কঠিন। আমরা ১৪০ রানের বেশি করার দিকে নজর দিচ্ছিলাম অবশ্যই। কিন্তু এসব উইকেটে ব্যাট চালানো কঠিন। নতুন বলে আমাদের বোলাররাও দারুণ বল করেছে। আমাদের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ১৪২ রান অতিক্রম করতে না দেওয়াটা সহজ নয়।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ