২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৬

হাসান আলী ঝড়ে বিধ্বস্ত ঢাকা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে এসেই দুর্দান্ত পারফর্ম করলেন পাকিস্তানি পেসার আজহার আলী। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে মাত্র ১২৮ রানেই বিধ্বস্ত হয়ে গেল উড়ন্ত ফর্মে থাকা ডায়নামাইটস। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ঢাকা ডায়নামাইটস। শুরুতে ব্যাটিংয়ে নেমে একপ্রান্ত সুনীল নারাইন ধরে রাখলেও অন্যপ্রান্তে চলে হাসান ঝড়। তাই ১৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় ঢাকা।
ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন শুধু সুনীল নারাইন ৪৫ বল থেকে ৭টি চার ও ৫টি ছক্কার মারে করেন ৭৬ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ৩০ বলে ২৮ রান করেন কুমার সাঙ্গাকারা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। কুমিল্লার ব্যাটসম্যানদের মধ্যে হাসান আলী ৩.৩ ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। এছাড়া সাইফুদ্দিন ‍দুটি ও রাশিদ খান একটি করে উইকেট নেন।    বিপিএলের পঞ্চম আসরে এটি ঢাকার সপ্তম ম্যাচ। কুমিল্লার ষষ্ঠ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ