১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:১০

৩ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টশন এলাকায় থেকে তিন লাখ টাকার ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ রাজন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আটককৃত রাজন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনে বস্তাভর্তি গাঁজা নিয়ে চট্টগ্রামে আসে। স্টেশন এলাকা ত্যাগ করার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ