২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৪

চিকিৎসা খরচ না দিতে পারলেও লাশ জিম্মি নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসা খরচ না দিতে পারলেও ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষের অসচ্ছল ব্যক্তির লাশ জিম্মি করে রাখার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে ২০১২ সালের ৮ জুন মোহাম্মদপুর সিটি হাসপাতালে অসচ্ছল এক ব্যক্তি তার সন্তানকে ভর্তি করেন। পরবর্তীতে সন্তানটি মারা গেলে ২৬ হাজার টাকার বেশি বিল দাবি করে লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায়। পরে এ নিয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন মনজিল মোরসেদ। সেই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত আজ পর্যবেক্ষণ দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ