১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ভেনিস বিএনপি

দৈনিক দেশজনতা ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা করেছে ভেনিস বিএনপি।

স্থানীয় একটি রেস্টুরেন্টে ভেনিস বিএনপির আহবায়ক রিয়াজ শরীফের সভাপতিত্বে সদস্য সচিব সিরাজ কামালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান কাকন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ আজ  অবৈধ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। দেশে চলছে অর্থ লুটপাটের মহাউৎসব। দেশের টাকা পাচার করা হচ্ছে দেশে ও বিদেশে। সরকার জনসমর্থন হারিয়ে এখন প্রশাসনকে ব্যবহার করে টিকে আছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ভেনিস বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান ঠাকুর,জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, সুহেল ঠাকুর, আরফান মাস্টার, আব্দুল হাই প্রমুখ।

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ