১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

বৃষ্টির কারণে বিপিএলের খেলা শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে প্রিমিয়ার লিগে বুধবার বেলা ১টার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরুর আধ ঘন্টা আগে থেকে হঠাৎই গুড়ি গুড়ি বৃষ্টি। যেকারণে নির্ধারিত সময়ে খেলার টস অনুষ্ঠিত হতে পারেনি। কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট।

আগের দিনই খুলনা ৪ উইকেটে হেরেছে ঢাকার বিপক্ষে। এদিন আবার সিলেটের মুখোমুখি হতে যাচ্ছে তারা। এর আগে সিলেটেও দুই দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে খুলনা জিতেছিল ৬ উইকেটে। টানা ৩ জয় তুলে নেওয়া সিলেটকে প্রথম হারের স্বাদ দেয় খুলনা।

আসরে সিলেট খেলেছে মোট ৫ ম্যাচ। যার ৩টিতে জয়, ২টিতে হার তাদের। অন্যদিকে খুলনা ৪ ম্যাচের ২টিতে জিতলেও হেরেছে অন্য ২টিতে। দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে। এম্যাচটি তাই দুই দলের জন্যই জয়ে ফেরার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১:১১ অপরাহ্ণ