১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের ডায়াবেটিস

স্বাস্থ্য ডেস্ক:

পাঁচ বছরের শিশু অনিক সমানে পানি খাচ্ছিল আর শৌচাগারেও যাচ্ছিল ঘন ঘন। হাসপাতালে ভর্তি করার পর দেখা যায়, শিশুটির রক্তে শর্করার পরিমাণ ৭৬০। অনিকের মা শ্রুতি জানালেন, এখন শর্করা মাত্রা ১৬২। তবে ইনসুলিন দিয়ে যেতে হবে।

১৪ বছরের আরেক কিশোর হিমাংশুর আড়াই বছর আগে জ্বর হয়েছিল। ওজন কমছিল দ্রুত। তার ক্ষেত্রেও দেখা গেল, রক্তে শর্করার পরিমাণ ৬৬৬। তখন থেকে লাগাতার ইনসুলিন চলছে।

কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক সুব্রত দে জানিয়েছেন, “১৯৯৪ সালে বিশ্বে প্রথম শিশুদের এই ডায়াবেটিস ধরা পড়ে। এই ‘টাইপ ওয়ান’ ডায়াবেটিস এখন শিশুদের হামেশাই হচ্ছে। এই ধরনের ডায়াবেটিসে রক্তে ইনসুলিন তৈরি করার ক্ষমতা থাকে না। বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। ‘ইনসুলিন পাম্প’ বলে একটি মেশিন আছে, যা ব্যবহার করলে তা প্রয়োজন মেপে শিশুর শরীরে ইনসুলিন দেবে।”

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১:০১ অপরাহ্ণ