১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

‘ঢাকা অ্যাটাক’ দেখতে ইতালিতে ভিড়

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে মুক্তির সপ্তাহ দুয়েক পর শুরু হয় ‘ঢাকা অ্যাটাক’-এর বিশ্বযাত্রা। সে ভ্রমণে সপ্তাহখানেক আগে সামিল হয়েছেন সিনেমাটির প্রধান দুই তারকা আরিফিন শুভ ও মাহি। সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স ঘুরে এবার তারা ইতালিতে গেলেন। গতকাল রোববার ইতালির আনকোনা শহরে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। সেখানে ভিড় জমিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এ প্রসঙ্গে ‘ঢাকা অ্যাটাক’-এর অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়, “আজ ইতালির আনকোনা শহরে অনুষ্ঠিত হলো ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রিমিয়ার। প্রবাসী বাংলাদেশিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ‘ঢাকা অ্যাটাক’ টিমকে মুগ্ধ করে। আরিফিন শুভ, মাহিয়া মাহিকে একনজর দেখার জন্য উপচে পড়া ভিড় সামলাতে আয়োজকরা হিমশিম খেয়ে যায়।”
আরো বলা হয়, ‘নিজ শহরে প্রথমবারের মতো বাংলাদেশি কোন সিনেমা এবং প্রিয় নায়ক-নায়িকাদের দেখতে পেয়ে তারা খুবই আনন্দিত এবং আবেগে আপ্লুত হয়ে পড়ে।’ প্রিমিয়ারে নায়ক-নায়িকা ছাড়াও পরিচালক দীপঙ্কর দীপন, লেখক সানী সানোয়ার, প্রযোজক ফারিয়া নওরিন বর্ষণ ও স্থানীয় আয়োজকরা বক্তব্য রাখেন। বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে ৬ অক্টোকর। ২০ অক্টোবর মুক্তি পায় উত্তর আমেরিকায়। পরের সপ্তাহে মুক্তি পায় মধ্যপ্রাচ্যে। সম্প্রতি মুক্তি পেয়েছে ফ্রান্স ও ইতালিতে। শিগগিরই ইউরোপ ও এশিয়ার আরো কয়েকটি দেশের দর্শক দেখতে পাবেন ‘ঢাকা অ্যাটাক’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ