বিনোদন ডেস্ক:
আগের দুইবারের সফল আয়োজনের পর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’ এর আজ শেষ দিন। শেষদিনের প্রথম সন্ধ্যায় মঞ্চ মাতিয়ে গেলেন বাউল শিল্পী শাহ আলম সরকার ও আলেয়া বেগম। দেশের বাউল গানের সফল এ দুই শিল্পী মঞ্চে পরিবেশনন করে বিখ্যাত সব বাউল গান। তারা মঞ্চে উঠে সন্ধ্যা ৬ টার পরেই। শরিয়ত-মারফত পালাগানে তার সঙ্গে ছিলেন আলেয়া বেগম।
শাহ আলম সরকার ও আলেয়া বেগম এর পর মঞ্চে গান পরিবেশন করছেন শাহানাজ বেলী।
আজ উৎসবের শেষ দিনে মঞ্চ মাতালেন-বাংলাদেশের শাহ আলম সরকার এবং আলেয়া বেগম এবং শাহনাজ বেলি ছাড়াও শেষদিনে আজ গাইবেন ডেনমার্কের মিকাইল হেমনিতি উইনথার, ইরানের রাস্তাক, ভারতের বাসুদেব দাস বাউল এবং মালির গানের দল তিনারিওয়েন।
উল্লেখ্য, প্রায় আড়াই হাজার মৌলিক লোকগানের জনক শাহ আলম সরকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে বুকটা ফাইট্টা যায়, মায়ের কান্দন যাবত জীবন, আকাশটা কাঁপছিল কেন, বান্ধিলাম পিরিতামের ঘর ইত্যাদি।
মাদারিপুরের শিল্পী আলেয়া বেগমের জনপ্রিয় গান হচ্ছে মালা কার লাগিয়া। তিনি গানের দীক্ষা নিয়েছিলেন চান মিয়া ও আবদুর রহমান বয়াতির কাছ থেকে।
দৈনিক দেশজনতা/এন এইচ