১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

ডিসেম্বরে জোড়া ছবি নিয়ে পরী

বিনোদন ডেস্ক:

চলতি বছর পরী মনি অভিনীত সিনেমা ‘আপন মানুষ’ ও ‘সোনা বন্ধু’ মুক্তি পেয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন নায়িকা। এবার একই মাসে আসছে জোড়া ধামাকা। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে মাস্টার মেকার-খ্যাত মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। প্রয়াত নায়ক মান্নার ভক্তকে নিয়ে নির্মিত সিনেমাটিতে পরীর বিপরীতে আছেন জায়েদ খান। ইতোমধ্যে বেশ আলোচনা তুলেছে ছবিটি। ধরা হচ্ছে পরীর ক্যারিয়ারের অন্যতম অর্জন হতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। নির্মাতা মালেক আফসারী ঘোষণা দিয়েছেন, ১৭৫টি হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়বে সিনেমাটি।

এক সপ্তাহ পর ২২ ডিসেম্বর মুক্তি পাবে পরী অভিনীত ‘ইনোসেন্ট লাভ’। পরিচালনা করেছেন অপূর্ব রানা। নায়ক হিসেবে থাকছেন নবাগত জেফ। আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।

এদিকে ২২ ডিসেম্বর আরো মুক্তি পাবে জাকির হোসেন রাজু পরিচালিত, আরিফিন শুভ-তানহা জুটির ‘ভালো থেকো’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। বিশেষ করে শুভর সিনেমার সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতায় পড়বে ‘ইনোসেন্ট লাভ’। এ দুটি সিনেমার পর পরী মনির বড় রিলিজ রয়েছে ফেব্রুয়ারিতে। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। নির্মাণের ঘোষণা থেকেই আলোচনায় আছে সিনেমাটি। এতে পরীর নায়ক নবাগত ইয়াস রোহান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ