২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৭

নারীদের সঙ্গে যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ট্রাম্প কন্যা

আন্তর্জাতিক ডেস্ক:

নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। প্রেসিডেন্ট কন্যা কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বানও জানিয়ে বললেন, নারীদের সঙ্গে যৌন নির্যাতন কোনোভাবেই সহ্য করার মতো নয়। বিনোদন পাড়া ও রাজনৈতিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে নারী বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় ইভাঙ্কা বলেন, প্রায় সব ক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবল যৌন হয়রানিই নয়, আরও অনেকভাবেই তাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। আচরণগত বৈষম্যও রয়েছে। এটি আর কখনও সহ্য করা হবে না। ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন সফরসঙ্গী নিয়ে এশিয়া সফর শুরু করেছেন। এরমধ্যেই তার মেয়ে ইভাংকা ট্রাম্প জাপান পৌঁছে এমন বক্তব্য দিলেন। বাবা ট্রাম্পের সফরসূচি নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক আলোচনা করারও কথা রয়েছে তার বলে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১১:২৯ পূর্বাহ্ণ