২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১২

কোরীয় উপদ্বীপের আকাশে আবারও মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক:

কোরীয় উপদ্বীপের আকাশে আবারও উড়ল মার্কিন বোমারু বিমান। জাপান ও দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীও মার্কিন বিমানবাহিনীর সঙ্গে যোগ দিল। উত্তর কোরিয়াকে বার্তা দিতেই ফের কোরীয় আকাশসীমায় তিন দেশের যৌথ বাহিনীর যুদ্ধবিমান গতকাল এই রকম দাপট দেখাল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া এসেছে কিম জং উনের দেশ থেকে। উত্তর কোরিয়াকে ‘ব্ল্যাকমেইল’ করছে আমেরিকা, অভিযোগ পিয়ংইয়ংয়ের।

প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসেন এয়ারবেস থেকে দুটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান এ দিন উড়ে কোরীয় আকাশসীমার উদ্দেশ্যে। মার্কিন বোমারু বিমান দুটি জাপানের পশ্চিমে পৌঁছনোর পর জাপানি বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান মহড়ায় যোগ দেয়। এই যৌথ বিমানবহর পীত সাগরের আকাশে পৌঁছনোর পর তাতে যোগ দেয় দক্ষিণ কোরিয়া। তিন দেশের যুদ্ধবিমান একসঙ্গে মহড়া দেয় কোরীয় আকাশসীমায়। আমেরিকা প্যাসিফিক এয়ার ফোর্সের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া এই মহড়ার তীব্র সমালোচনা করেছে। আমেরিকা ফের যুদ্ধের প্ররোচণা দিচ্ছে এবং উত্তর কোরিয়াকে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে বলে শুক্রবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তবে কোনও রকম প্ররোচণা বা ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরে সর্বক্ষণ বোমারু বিমান প্রস্তুত রাখার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই এই মহড়া দেওয়া হল বলে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ১০ অক্টোবর জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে কোরীয় উপদ্বীপের আকাশে উড়েছিল মার্কিন যুদ্ধবিমান। সেটাই ছিল কোরীয় আকাশসীমায় যৌথ বাহিনীর প্রথম নৈশ মহড়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ