১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

নাক বন্ধ ও মাথা ভার থাকলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক:

অনেক রোগী নাক বন্ধ থাকার কারণে হাসপাতালে যান। কিছু সময় এক দিক বন্ধ থাকে, কিছু সময় অন্য দিকে বন্ধ থাকে। এসব রোগীর নাক দিয়ে সর্দি ঝরে, নাকে গন্ধ ঠিকমতো পান না, অনেক সময় নাকে দুর্গন্ধ হয়।

নাক দিয়ে শ্বাস নিতে না পারার কারণে রোগী নাক ডাকে, ঘুমের মধ্যে মুখ শুকিয়ে যায়। খুসখুসে কাশি ও রোগী কানে কম শোনে।

রোগ নির্ণয় : পরীক্ষা করে দেখা যায় এ রোগীদের নাকের হাড় বাঁকা থাকে। নাকের পর্দা একদিকে বেঁকে যেতে পারে বা দুদিকেই বেঁকে যায়। এর সঙ্গে নাকের ভেতরে অ্যালার্জি, ইনফেকশন বা পলিপ থাকতে পারে।

চিকিৎসা : নাকের হাড় বাঁকা থাকলে এবং তা সমস্যার সৃষ্টি করলে অপারেশনের মাধ্যমে ঠিক করে নিতে হয়। এর সঙ্গে সাইনাস বা কানের সমস্যা থাকলে সে সমস্যারও একই সঙ্গে সমাধান করে নেয়া দরকার। আধুনিক যুগে হাড় বাঁকা সোজা করার জন্য সেপ্টোপ্লাস্টি অপারেশন করা হয়।

এ অপারেশনের বাড়তি সুবিধা হল নাকের বাহ্যিক কাঠামোর কোনো সমস্যা থাকলে রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে একই সঙ্গে ঠিক করে নেয়া যায়। ৬-৭ বছর বয়সেও এ অপারেশন করা হয়। তবে অপারেশন করতে দক্ষতা, অভিজ্ঞতা ও সূক্ষ্ম টেকনিক অবলম্বন করতে হয়।

যাদের নাকের হাড় বেশিমাত্রায় থাকে এবং উপরোক্ত সমস্যায় ভুগছে তারা অতি শিগগিরই চিকিৎসকের শরণাপন্ন হবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ