১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

স্নাতক ভর্তির রিলিজ স্লিপ আবেদন রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী রোববার থেকে শুরু হবে। চলবে আগামী ১১ নভেম্বর দিনগত রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সেসব প্রার্থীদের প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions থেকে জানা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৫:১৯ অপরাহ্ণ