১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

অ্যাশেজের আগেই ইংল্যান্ডের আতঙ্ক জোড়া ইনজুরি

স্পোর্টস ডেস্ক:

মারামারি বিতর্কে জড়িয়ে ইংল্যান্ড দলের সেরা অল রাউন্ডার বেন স্টোকস আগেই বাদ পড়েছেন অ্যাশেজ দল থেকে। এবার অস্ট্রেলিয়ায় বসে দলটি আতঙ্কে পড়েছে তাদের আরও দুজন সদস্যকে নিয়ে। সমস্যাটা ইনজুরি। পার্থের রিচার্ডসন পার্কে দলের মাত্র দ্বিতীয় নেট প্র্যাকটিস সেশনে ইনজুরিতে পড়েছেন ইংলিশ অল রাউন্ডার মঈন আলি ও পেসার স্টিভেন ফিন। শুক্রবার স্ক্যান করার পরই বোঝা যাবে তাদের ইনজুরি কতটা গুরুতর। মঈন আলি পড়েছেন সাইড ইনজুরিতে। ইংল্যান্ডের হয়ে ৪৪ টেস্টে ৩৪.৬৬ গড়ে ২২৮৮ রান করেছেন তিনি। দলটির মিডল অর্ডারে অন্যতম ভরসা এই বাঁহাতি। বল হাতেও কার্যকর এই ডানহাতি স্পিনার। ৪৪ টেস্টে উইকেট পেয়েছেন ১২৮টি। এই সময়ে দারুণ ফর্মেও আছেন।

ফিন সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। স্টোকসকে প্রথমে দলে রাখা হয়েছিল। কিন্তু পুলিশি তদন্তের কারণে পরে তাকে বাদ দেওয়া হয়। তারই জায়গায় দলে এসেছেন ফিন। কিন্তু নেটে ব্যাট করার সময় বা হাঁটুতে ব্যথা পান ফিন। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এই গতিতারকা ইংল্যান্ডের হয়ে ৩৬ টেস্টে ১২৫ উইকেট পেয়েছেন।

ইনজুরির কারণে বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দেননি মঈন। ওয়াকায় পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইদিনের ম্যাচটি খেলা হবে না দুজনের কারোরই। শনিবার ম্যাচটা শুরু। দলের মূল দুই ক্রিকেটারকে ইনজুরিতে হারিয়ে বেশ বিপদেই পড়েছে ইংল্যান্ড। তাদের চিকিৎসার ব্যাপারেও মুখ খুলছে না। তাই খেলোয়াড় দুজনের ভাগ্যে কি আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ