২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৩

মি ম্যাক্স টুর দাম কমালো শাওমি

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

মি ম্যাক্স টুর দাম কমালো শাওমি। ভারতের বাজারে হ্রাসকৃতমূল্যে ফোনটি পাওয়া যাবে। মি ম্যাক্স টু দুইটি ভার্সনে পাওয়া যাবে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভার্সনের দাম কমেএখন দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯ রুপি। অন্যদি ৪ জিরি র‌্যাম এবং ৩২ জিবি রম ভার্সনটি মিলছে এখন ১৩ হাজার ৯৯৯ রুপিতে।

গত জুলাইতে ভারতের বাজারে এসেছিল মি ম্যাক্স টু। যদিও ৩২জিবির ভেরিয়েন্ট অবশ্য গত মাসেই হাতে এসেছিল। আবার মনে করিয়ে দেওয়া যাক, মি ম্যাক্স টু ফোনটি মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি।  ফোনের ব্যাকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওপরে রয়েছে আইআর ব্লাস্টার। রিয়ার প্যানেলের ওপর থেকে নিচে রয়েছে অ্যান্টেনা ব্যান্ড।

ফোনটিতে আছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এতে সনির আইএমএক্স ৩৮৬ সেন্সর রয়েছে। ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।  তবে ফোনটির সবথেকে বড় ব্যাপার এর ব্যাটারি। ৫৩০০ এমএএইচের ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে স্ট্যান্ডবাইয়ে দু দিন চলবে। এছাড়াও টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা যাবে। গান শোনা যাবে টানা ১০ দিন। খেলা যাবে টানা ৯ ঘণ্টা আর বকবক করতে চাইলে, ৫৭ ঘণ্টা টানা কথা বলতে পারবেন বলে দাবি সংস্থার।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কুইক চার্জ ৩.০ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ