১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

কুম্বলের পদত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক:

ভারতের সাবেক কোচ অনিল কুম্বলের পদত্যাগ নিয়ে এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড়। যেভাবে এই বিষয়টিকে সামলানো হয়েছে, সেটা মোটেও ভাল চোখে নেননি ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের এই কোচ। বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে দীর্ঘদিনের সতীর্থের পাশে দাঁড়িয়ে দ্রাবিড় বলেন, ‘সমস্যায় সূত্রপাত কোথা থেকে হয়েছিল তা আমার জানা নেই। তবে যে পথে এই ইস্যু সামলানো হয়েছে, সেটা কাম্য নয়। বিশেষ করে অনিলের মতো একজনকে নিয়ে। যে কিনা দেশকে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতিয়েছে। তাই মনে করি, প্রকাশ্যে এই বিষয়টা যেভাবে উঠে এসেছে, সেটা না হলেই ভাল হত। ’‌

ভবিষ্যতে তাকেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে বলে মনে করেনি দ্রাবিড়। তিনি বলেন, ‘‌সবসময় কোচকেই ছাঁটাই করা হয়। সে যেই হোক না কেন। তা সে খেলা ছাড়ার পর যেদিনই তুমি কোচের চাকরিতে আসো, বিষয়টা মাথায় রাখতেই হবে। এটাই বাস্তব। মনে করি, ভারত ‘‌এ’‌ এবং অনূর্ধ্ব–১৯ কোচ হিসেবে হয়তো আমাকেও একদিন এই জুতায় পা গলাতে হবে। ’‌ আরও যোগ করে দ্রাবিড় বলেন, ‘‌কিছু কিছু ফুটবল ম্যানেজারকে যেমন দু’‌ম্যাচের পরই তো ছাঁটাই করে ফেলা হয়। এক্ষেত্রে খেলোয়াড়রা সবসময় কোচের তুলনায় বেশি শক্তিশালী। এটা জানি, কারণ একদিন আমরাও খেলোয়াড় হিসেবে কোচের থেকে শক্তিশালী ছিলাম। ’‌‌‌

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ